স্বাস্থ্য সেবার মানোন্নয়নে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময়

সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধার উদ্যোগে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গাইবান্ধা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করে স্বাগত বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম। সভায় সনাকের সুপারিশ এবং মুল বিষয় উপস্থাপন করেন সনাক স্বাস্থ্য বিষয় উপ-কমিটির আহ্বায়ক ও ডাঃ নুরুজ্জামান আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাহবুব হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ( ভারপ্রাপ্ত) ডাঃ শিহাব মো: রেজওয়ানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট(গাইনি) ডাঃ মোছাঃ তাহেরা আক্তার মনি। এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র ষ্টাফ নার্স রাহেনা বেগম, বীনা পানি গোলদার প্রধান সহকারী হায়দার আলী আকন্দ, ফার্মাসিষ্ট আনিছুর রহমান, সনাক সদস্য আফরোজা লুপু, জিয়াউল হক কামাল, স্বজন সদস্য নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, ইয়েস দলনেতা মেহেদী হাসান, সদস্য সোলেমান আলী ও তন্ময় সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানা।
সভায় বক্তরা বলেন যে, হাসপাতালের বর্হি:বিভাগে ডাক্তারদের ডিউটি রোস্টার রাখা ও নিয়মিত ফলোআপ করা; দ্রুত সময়ে ওয়েবসাইট হালনাগাদ করা, হাসপাতালের প্রবেশ মুখে রিক্সা না রাখতে পদক্ষেপ গ্রহণ; হাসপাতালে প্রবেশের রাস্তার দুইধারে হকার বসানো বন্ধ করতে কাজ চলমান। টিকিট প্রদানের সময় কক্ষ/ডাক্তার চিহ্নিত করে দেওয়া; হাসপাতালের প্রাতিষ্ঠানিক শুদ্ধাচার বৃদ্ধি করা; হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তার বোর্ডটি হালনাগাদ রাখার বিষয়ে আলোচনা হয়। সভায় আরো আলোচনা হয় যে, সীমাবদ্ধতার মাঝ্ধেসঢ়;ও সুন্দরভাবে করোন্ধাসঢ়;র টিকা কার্যক্রম এগিয়ে যাচ্ছে। নতুন ভবন উদ্বোধন হলেই গাইবান্ধা জেলার চিকিৎসা সেবার নতুন দিগন্তের সুচনা হবে।