মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গাইবান্ধা পাবলিক লাইব্রেরি আয়োজনে পাবলিক লাইব্রেরি হলরুমে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম। এতে পাবলিক লাইব্রেরী সহ-সভাপতি কে রনজিত বকসী সূর্য সভাপতিত্বে ও সাংবাদিক ও ছড়াকার অমিতাভ দাস হিমুন সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, পাবলিক লাইব্রেরী কার্যকরী সদস্য ও গাইবান্ধা পৌরসভার সাবেক কাউন্সিলর মোহাম্মদ নিয়াজ রহমান লিটন সহ অনেকে।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও পাবলিক লাইব্রেরী হলরুমে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
পরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) আয়োজিত পৌর পার্কে “আলপনা উৎসব জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পরিদর্শন করেন।