আক্রান্ত
৫৪৯,১৮৪
গাইবান্ধার সুন্দরগঞ্জে সাড়ে তিন মাস বয়সের শিশু নুর হাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) বিকালে নিজ বাড়ীর টয়লেট থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা তানজিলা বেগমকে আটক করেছেন থানা পুলিশ। নিহত শিশু নুর হাওয়া পৌসভার ৬নং ওয়ার্ড উত্তর ধুমাইটারী গ্রামের নুর ইসলামের মেয়ে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শিশুটি হারিয়ে যায় এমন অভিযোগ থানায় দেন তার বাবা এবং অসুস্থ মাকে ভর্তি করান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় শিশুটির সন্ধান পুলিশ। বিভিন্ন তথ্যের ভিত্তিতে শিশুর মাকে জিজ্ঞাসা করলে এক পর্যায় তিনি হত্যার দায় স্বীকার করেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
সুত্র: আমারজেলা ডট নিউজ