গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করছে শীত। ছিন্নমূল মানুষের এই শীত নিবারণে রাতের বেলায় বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ইউএনও।
মঙ্গলবার (১ ডিসেম্বর) রাতে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে স্থানীয় ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ দূর্গাপুর গ্রামে গিয়ে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নবীনেওয়াজ শীতার্ত মানুষের গায়ে কম্বল তুলে দেন। এসময় জাগো২৪.নেট এর সম্পাদক খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব বলেন, দেশের যেকোনো দুর্যোগ নিরলসভাবে মোকাবিলা করে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই এ বছরে শীতের বার্তা জানান দেওয়া মুহূর্তে শীতবস্ত্র বিতরণ শুরু করছেন তিনি।