নারীর প্রতি সহিংসতা রোধে নারীবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে এবং নারীর উন্নয়নে কাজ করতে এক ঘণ্টার জন্য ফেনী সদর উপজেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যান হয়েছেন মাহবুবা তাবাসুম ইমা নামের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী।
বুধবার বিকেল সাড়ে ৪টায় ফেনী সদর উপজেলা পরিষদের কার্যালয় এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হিসেবে ওই ছাত্রী চেয়ারম্যান আবদুর রহমান বি.কম-এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেয়। এ সময় তার অধীন হন পুরো সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা।
এনসিটিএফ ফেনী জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ জানায়, কন্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন ট্রান্স ফোর্সের (এনসিটিএফ) উদ্যোগে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে প্রতীকী উপজেলা চেয়ারম্যান হিসেবে সুপারিশমালা তুলে ধরে মাহবুবা তাবাসুম ইমা। একই সঙ্গে এক ঘণ্টায় উপজেলা পরিষদের বিভিন্ন কাজ করার পাশাপাশি তদারকিও করে সে।
এক ঘণ্টার জন্য দায়িত্ব বুঝে নিয়ে ইমা জানায়, ৯২৮ বর্গ কিলোমিটারে ফেনী জেলাকে বাল্য বিয়ে মুক্ত করা হবে। উপজেলার প্রতিটি বিদ্যালয়ে প্রবেশের পথকে ইভটিজিং মুক্ত করা হবে। স্কুলগুলোর সামনে থাকা ইভটিজারদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।
মাহবুবা তাবাসুম ইমা সংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি এখন প্রতীকী উপজেলা চেয়ারম্যান হয়েছি। ভবিষ্যতে আমি দেশের প্রধানমন্ত্রী হতে চাই। প্রধানমন্ত্রী হয়ে দেশ সেবা করবো। দেশকে ধর্ষক মুক্ত করবো।
ইমা রাজধানীর উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। সে ন্যাশনাল চাইল্ড পার্লামেন্টের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। এ ছাড়া সে ন্যাশনাল চিলড্রেন ট্রান্স ফোর্স (এনসিটিএফ) জেলা শাখার সাবেক শিশু গবেষক।
অনুষ্ঠানে প্রতীকী উপজেলা চেয়ারম্যানের সঙ্গে বাল্যবিয়ে, নারী নির্যাতনসহ নারী প্রতি সব ধরনের সহিংসতা রোধে আলোচনা করা হয়। এ সময় প্রতীকী চেয়ারম্যানের দেওয়া বিভিন্ন সুপারিশ আমলে নেওয়ার আশ্বাস দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বি.কম। তিনি ইমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, এনসিটিএফ এর উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আসাদুজ্জামান দারা। প্ল্যান ইন্টারন্যাশনাল ইয়েস বাংলাদেশ ফেনী জেলা স্বেচ্ছাসেবক আদিবা তাবাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন ও বিডিনিউজের প্রতিনিধি নাজমুল হক শামীম, যমুনা টিভি ও দৈনিক আমাদের সময়’র প্রতিনিধি আরিফুর রহমান, ইমার মা শিক্ষক ফাতেমা আক্তার, প্ল্যান ইন্টারন্যাশনাল ইয়েস বাংলাদেশ ফেনী জেলা স্বেচ্ছাসেবক ইমাম উদ্দিন আহমেদ ইমন প্রমুখ।