আক্রান্ত
৫৩২,৯১৬
জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন আজ ২৭ অক্টোবর, মঙ্গলবার। তার জন্মদিনে এতিম শিশুদের খাওয়ানো হলো। আয়োজনটি করেছে ফাতেহা বালাদ আততীন ও ওয়াসিম রানা।
এ ছাড়া মাহিয়া মাহির অফিশিয়াল ফ্যান গ্রুপ থেকে তার কিছু ভক্ত হাফসা হিয়া, সুজিত কুমার জিত, রিমি, কবির, রোমান ও সুজন দত্ত তাদের সামর্থ্য অনুযায়ী এতে কন্ট্রিবিউট করেছেন।
রাজধানীর রামপুরায় অবস্থিত এতিমখানা মাদ্রাসায় মঙ্গলবার দুপুর বেলায় ১০০ মাদ্রাসার শিশুকে খাওয়ানো হয়। একই সঙ্গে মাহিয়া মাহির দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।
আয়োজকদের তরফ থেকে আততীন বলেন, ‘মাহিকে ভালোবেসেই আমাদের এ আয়োজন। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী আয়োজনের চেষ্টা করেছি। আল্লাহ্ যেন মাহির মঙ্গল করে তাই দোয়া ও মিলাদ পড়ানো হয়েছে।’
সুত্র: দেশ রুপান্তর