আজ বিজয়া দশমী। প্রতি বছর দিনটি সামনে রেখে দেশীয় টিভি চ্যানেলগুলো নতুন নাটক নির্মাণ করে। এবার করোনা পরিস্থিতির জন্য খুব বেশি নতুন নাটক দেখা যাবে না। কিছু নতুন ও পুরনো নাটক দিয়েই সাজানো হয়েছে দশমীর টিভি আয়োজন মনোজের ‘ভৈরবী’
দুর্গাপূজা উপলক্ষে এনটিভিতে আজ ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘ভৈরবী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন গৌতম কৈরী। অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, মে ওয়াতানবি (জাপান), শর্মিলী আহমেদ, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এর গল্পে দেখা যাবে, পাঁচ বছর পর দেশে ফিরেছে নীল। জাপানে গিয়েছিল পিএইচডি করতে। তাই তার আগমন উপলক্ষে বাড়িতে উৎসবের আমেজ। তার সঙ্গে আসে জাপানি মেয়ে বন্ধু। নীল তাকে দীর্ঘ পাঁচ বছর ধরে বাংলা শিখিয়েছে। আকি এই দেশে এসেছে সাংস্কৃতিক ভিন্নতা নিয়ে গবেষণা করতে। নীলের মুখে দুর্গাপূজার কাহিনী শুনে বাংলাদেশে আসার আগ্রহ জন্মে আকির। বাংলাদেশে এসে আকি আবিষ্কার করে এক ভিন্ন পরিবেশ।
এনটিভিতে গতকাল রাতে প্রচারিত হয়েছে পূজার বিশেষ নাটক ‘দুর্গা ও বন জ্যোৎস্নার গল্প’। অনুরূপ আইচের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সীমান্ত সজল। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা ও শর্মিলী আহমেদ।
ইরফান-প্রভার ‘পুজোর ছুটিতে প্রেম’
রুদ্র বাবার একমাত্র ছেলে। তাদের নিজেদের বাড়ির কিছু অংশ ভাড়া দেওয়া হয়। কলেজে ওঠার পর, উন্নত শিক্ষার জন্য রুদ্র হোস্টেলে চলে যায়। পুজোর ছুটিতে বাড়িতে এসে ছাদে দেখা হয় এক সুন্দরী মৌরীর সঙ্গে। একপর্যায়ে তারা প্রেমে পড়ে। কিন্তু এক ঘটনায় রুদ্রর বাবা এই প্রেমে বাধা হয়ে দাঁড়ায়। রুদ্র অভিমান করে বাড়ি ছাড়ে, আর ফিরে আসে তিন বছর পর, পুজোর ছুটিতেই। তাদের মিল হয় কি না, তা দেখতে হলে চোখ রাখতে হবে বাংলা ভিশনের পর্দায় আজ রাত ৯টা ১৫ মিনিটে। এটি লিপি আইচের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ‘পুজোর ছুটিতে প্রেম’ নাটকের গল্প। অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, ইরফান সাজ্জাদ, আনন্দ খালেদ প্রমুখ।
স্পর্শিয়ার ‘বিসর্জন’
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ দশমীর দিন বিশেষ আয়োজন করেছে বৈশাখী টেলিভিশন। এই আয়োজনে থাকছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান। ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘বিসর্জন’। অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, নাজনীন চুমকি, অর্চিতা স্পর্শীয়া, তানভীর ও খালেদা আক্তার কল্পনা।
মম’র ‘পথের ধারে’
বাংলাভিশনে আজ রাত ৮টা ১৫ মিনিটে দেখানো হবে মানসুর আলম নির্ঝরের পিিযরচালনায় নাটক ‘পথের ধারে’। অভিনয় করেছেন জাকিয়া বারী মম, শাহেদ আলী সুজন প্রমুখ। মম নিম্ন আয়ের পরিবারের মেয়ে। পরিবারের আয়ের জন্য একসময় সে বোতল আহরণের কাজ করে। একদিন ময়লার স্তূপে বোতল খুঁজতে গিয়ে একটা লাশ দেখতে পায়। তারপর কী হয়? জানা যাবে নাটকের শেষে।
মিলন-ঊর্মিলার ‘মায়ের আশীর্বাদ’
একুশে টেলিভিশনে রাত ১০টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘মায়ের আশীর্বাদ’। রাজিব মনি দাসের রচনা এবং চন্দন চৌধুরীর পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ঊর্মিলা শ্রাবস্তী কর ও আহসানুল হক।