গাইবান্ধাপলাশবাড়ী

৮০ তম জন্মদিনে ডঃ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন স্মৃতি এমপি

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ডঃ এম এ ওয়াজেদ মিয়ার ৮০ তম জন্মদিনে তার কবর জিয়ারত করেন বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ৩ (সাদুল্যাপুর – পলাশবাড়ী) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি ।

১৬ ফেব্রুয়ারি বুধবার বিকালে পীরগঞ্জ উপজেলার ফতেপুরে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে কলেমা পাঠ,ও মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন । এ সময় উপস্থিত ছিলেন ওয়াজেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আলহাজ্ব ছায়াদত হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র জননেতা আবু সালেহ মোঃ তাজিমুল ইসলাম শামীম, রামনাথপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক হাবিব আকন্দ, উপজেলা কৃষক লীগের সন্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মিয়া, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মেরাজুল, সদস্য আতাউর রহমান প্রধান, বিপ্লব মিয়া, মদনখালী ইউনিয়নের কৃষক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, রামনাথপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাত্তাহ মিয়া, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,পলাশবাড়ী জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত সহ পীরগঞ্জ পৌর এবং ১৫ টি ইউনিয়নের বাংলাদেশ কৃষকলীগের সভাপতি/ সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন । এর পৃর্বে মাননীয় সংসদ সদস্য তার গাড়ি বহর নিয়ে জয় সদনে পৌছিলে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সভাপতি ও,অন্যান্য নেতৃবৃন্দ এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।

Back to top button