গাইবান্ধাগাইবান্ধা সদর

সুরবাণী সংসদের নতুন কমিটি, অমিতাভ হিমুন সভাপতি আরিফুল বাবু সম্পাদক

গাইবান্ধার অন্যতম প্রাচীণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবাণী সংসদের ২০২২-২০২৪ সালের দু’বছর মেয়াদী ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব-সাংবাদিক অধ্যাপক অমিতাভ দাশ হিমুন সভাপতি ও নাট্যজন-সাংবাদিক আরিফুল ইসলাম বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মিলনায়তনে ভারপ্রাপ্ত সভাপতি শাহ মুশফিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান চান। সদস্যদের মধ্যে আলোচনায় অংশ নেন- সাইফুল আলম সাকা, কেএম রেজাউল হক, আরিফুল ইসলাম বাবু, শেখ হুমায়ুন হক্কানী, রোজিনা নাহিদ ফারজানা শিমুলসহ অন্যরা।

পরে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি অনুমোদন করা হয়। অন্য কর্মকর্তারা হচ্ছেন- সহ-সভাপতি: সাইফুল আলম সাকা ও কেএম রেজাউল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক: শেখ হুমায়ুন হক্কানী, সহ-সম্পাদক: মাসুদ মেহেদী, কোষাধ্যক্ষ: তুলশী সাহা, সমাজকল্যান সম্পাদক: তোফাজ্জাল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক: জাহিদ হাসান সবুজ, পাঠাগার সম্পাদক: আব্দুল বারী এবং নির্বাহী সদস্য: শাহ মুশফিকুর রহমান মন্ডা, কামরুজ্জামান চান, তাজুল ইসলাম সাকা, জেসমীন মুক্তি, আকতারুজ্জামান মহাব্বত, মোমিন হক্কানী, রওশন আরা মুক্তি।

উল্লেখ্য, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান সুরবাণী সংসদ গাইবান্ধার সাংস্কৃতিক অঙ্গণকে সমৃদ্ধ করেছে। বিটিভি তে সুরবাণী সংসদের বিভিন্ন নৃত্য নাট্য, গীতি আলেখ্য ও সঙ্গীতানুষ্ঠান দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। দেশের বিভিন্ন এলাকায় সুরবাণী সংসদের পরিবেশনা ব্যপক প্রশংসিত হয়। দেশবরেণ্য সঙ্গীত শিল্পী, নাট্যজন ও কবি সাহিত্যিকরা বিভিন্ন সময় সুরবাণীর আয়োজনে অংশ নেন। লোকজধারার সংস্কৃতিচর্চায় সুরবাণী সংসদের শিল্পীরা বিশেষভাবে নিবেদিত।

সুত্র: আমারজেলা ডট নিউজ

Back to top button