গাইবান্ধাসুন্দরগঞ্জ

সুন্দরগঞ্জে পুকুর পাড়ে সবজি চাষ

পুকুর পাড়ে নিরাপদ সবজি চাষে স্বাবলম্বী হয়ে উঠেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের বৈদ্যনাথ গ্রামের ইউনুছ আলী ওমর। পুকুরে মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে নানাবিধ সবজি চাষ করে এখন বছরে লাখ টাকা আয় করছে ওমর। তার দেখে এখন ওই এলাকার অনেকে ক্ষেতের আইলের মধ্যে এবং পুকুর পাড়ে সবজি চাষ শুরু করেছে। বিগত পাঁচ বছর আগে আড়াই বিঘা আয়তনের পুকুরে মাছ চাষাবাদ শুরু করে সে।

এরপর ভিন্ন জেলায় পুকুর পাড়ে সবজি চাষাবাদ দেখে এসে নিজে পুকুর পাড়ে সবজি চাষাবাদ শুরু করে ওমর। বর্তমানে তার পুকুরের পাড়ে রয়েছে সিমের আবাদ। সিম ছাড়াও বিভিন্ন মৌসুমে তিনি ঝিঙা, চিচিঙ্গা, লাউ, করলা, বরবটি ইত্যাদি সবজি চাষ করেন। এসব সবজি চাষে কম খরচে অধিক লাভ করছে সে। ইউনুছ আলী ওমর জানান, পুকুর পাড়ে সবজি চাষে বাৎসরিক তার আয় লাখ টাকার উপরে। সবজি চাষে লাভের দিক বিবেচনা করে তিনি আরও দুই বিঘা আয়তনের পুকুর পাড়ে সবজি চাষ শুরু করেছেন। তিনি আরও বলেন, তার দেখে এখন অনেকে সবজি চাষাবাদ শুরু করেছে। সবজি চাষে ক্ষুদ্র বিনিয়োগ এবং কৃষি অফিসারগণের সঠিক পরামর্শ পেলে সবজি উৎপাদনের পরিমান আরও বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার একেএম ফরিদুল হক জানান, ওমর একজন সফল সবজি চাষি। তার পরিকল্পনা এবং আগ্রহ ওই এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আশা করা যাচ্ছে, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং পুষ্টি নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে ওমরের মত প্রান্তিক সবজি চাষিদের ভুমিকা যথেষ্ট। কৃষি দপ্তরের পক্ষ হতে এসব চাষিদের সার্বক্ষণিক সহায়তা প্রদান করা হবে।

Back to top button