সুন্দরগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময়

গাইবান্ধার সুন্দরগঞ্জে জনপ্রতিনিধি উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নব-যোগদানকৃত জেলা প্রশাসক অলিউর রহমান। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোহাম্মদ আল-মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল আহসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান।
এ সময় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, আব্দুল জব্বার, ইব্রাহিম খলিলুল্লাহ্, এবিএম মিজানুর রহমান, নাফিউল ইসলাম সরকার জিমিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এসময় সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব ও প্রেসক্লাব’র সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে জেলা প্রশাসক অলিউর রহমান বলেন, মানুষ সেবার জন্য নয়; সেবাই মানুষের কাছে পৌঁছিবে-এ ব্রত নিয়েই আমরা সকলেই সম্মিলিতভাবে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যাবো। তিনি গাইবান্ধা জেলার ৬৩টি চরাঞ্চলের বিষয়ে বলেন, কৃষিতে অধিক সম্ভাবনাময়ী এ জেলায় সব কিছুই ফলে। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে গণমাধ্যমকর্মীসহ সকলের সহযোগিতা কামনা করেন।