সুন্দরগঞ্জে কর্মসৃজন কর্মসুচির উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কর্মসৃজন কর্মসুচি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার উপজেলার ১৫টি ইউনিয় একযোগে কর্মসৃজন কর্মসুচির উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ট্যাক অফিসার, ইউপি চেয়ারম্যন, সচিব, ইউপি সদস্য ও সুধিজন। জানা গেছে, চলতি অর্থবছরে উপজেলার ১৫টি ইউনিয়নের বিপরীতে ৪ হাজার ২৩২ জন সুবিধাভোগী কর্মসৃজন কর্মসুচিতে কাজ করবে।
প্রতিদিন একজন দিনমজুর ৪০০ টাকা হারে মজুরি পাবে। মোবাইলের মাধ্যমে টাকা প্রদান করবে প্রকল্প কর্তপক্ষ। প্রতিটি ইউনিয়নের জনসংখ্য অনুয়ায়ী দিনমজুরের সংখ্য বিভাজন করা হয়েছে। শান্তিরাম ইউনিয়নের ক্ষুদিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে কর্মসৃজন কর্মসুচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব খাইরুজ্জামান, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যম কর্মী আব্দুল মান্নান আকন্দ, ইউপি সদস্য জাহেদুল ইসলাম, মমিনুল ইমলাম, আনজুয়ারা বেগম প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান,ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত না হওয়ায় শ্রীপুর ইউনিয়নের কার্যক্রম উদ্বোধন সম্ভব হয়নি।