গাইবান্ধাসুন্দরগঞ্জ

সুন্দরগঞ্জে একদিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার সোনারায় ইউনিয়ন ও দহবন্দ ইউনিয়নে ঘটনা দুটি ঘটে। উপজেলা থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান দুই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিল উপজেলার সোনারায় ইউনিয়নের শিবরাম গ্রামে আরিফুল ইসলামের ছেলে আপন (৬)। পরবর্তীতে বিকেল ৪টার দিকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। সোনারায় ইউপি চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে একইদিন বিকেলে দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের সুজন মিয়ার দুই বছরের শিশু কন্যা সাফিয়া কতার বাড়ি সংলগ্ন পুকুরের পানিতে পড়ে মারা যায়। দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Back to top button