সাদুল্যাপুর

সাদুল্লাপুরে ১০ মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১০ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। প্রত্যেকটি নিবাস নির্মাণের জন্য সরকারের ব্যায় হবে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৭ টাকা ৬৩ পয়সা। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাটানোছা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাবলু মিয়ার জন্য বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম এই নির্মাণ কাজের উদ্বোধনী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম, বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, আব্দুল মান্নান আকন্দ ও বাবলু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খান বিপ্লব বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ করা হচ্ছে।

Back to top button