গাইবান্ধাসাদুল্যাপুর

সাদুল্লাপুরে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সভা

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) ষষ্ঠ ধাপে সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন।  ৩১ জানুয়ারি এ নির্বাচন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে। ভোটার যাতে করে নির্বিঘ্নে-শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধীকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

গতকাল রোববার সকাল ১১ টায় সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্বাচনী ডিউটি ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা পুলিশ সুপার বলেন। এ সময় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রোখসানা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফজিলা বেগম প্রমুখ।

Back to top button