গাইবান্ধাসাদুল্যাপুর

সাদুল্লাপুরে আমন মৌসুমের ধান-চাল ক্রয় শুরু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সরকারিভাবে আমন মৌসুমের ধান-চাল ক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সাদল্লাপুর খাদ্যগুদাম চত্ত্বরে ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) তাইফুর রহমান, কৃষি কর্মকর্তা খাজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুল ইসলাম, খাদ্যগুদাম কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, কৃষকলীগ সভাপতি জহুরুল ইসলাম ও লেবার সর্দার হিরু মিয়া, ব্যবসায়ী জাকিউল ইসলাম মানিক, রাজা মিয়া ও জাহিদুল ইসলাম প্রমুখ।

এবার সাদুল্যাপুর উপজেলা সদর ও নলডাঙ্গার দুটি সরকারি খাদ্য গুদামে আমন মৌসুমে ৯১০ মেট্রিকটন ধান আর ২ হাজার ২৪৫ মেট্রিকটন চাল ক্রয় করা হবে বলে জানানো হয়েছে।

Back to top button