
চলমান লকডাউনের ৫ম দিনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কলেজ মোড়ে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ছ-মিল চালু রাখায় মিল মালিকসহ ১১জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুহিন হোসেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ছ-মিল চালু রাখায় মিল মালিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিবার্হী ম্যাজিষ্ট্রেট অন্যান্য ব্যবসায়ীদের ৩ হাজার ৯’শ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে নিবার্হী ম্যাজিষ্ট্রেট তুহিন হোসেন জানান, করোনা প্রতিরোধে সরকারের নির্দেশিত বিধি-নিষেধ প্রতিপালনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।