গাইবান্ধাগাইবান্ধা সদর

সচেতন নাগরিক কমিটি (সনাক) গাইবান্ধায় ইয়েস গ্রুপে সদস্য আবশ্যক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে এবং এ আন্দোলনে তরুণ প্রজন্মকে উৎসাহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপে কিছু সংখ্যক ইয়েস সদস্য অর্ন্তভূক্ত করা হবে।

ইয়েস গ্রুপ-এ সম্পৃক্ত হওয়ার জন্য সৎ, উদ্যমী, অধূমপায়ী, অরাজনৈতিক ও সমাজের ইতিবাচক পরির্বতন প্রত্যাশী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আগ্রহী শিক্ষার্থীদেরকে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে। এছাড়াও ই-মেইলে আবেদন ফরম গ্রহণ ও জমা প্রদান করা যাবে। কেবলমাত্র প্রাথমিক বাছাইপর্বে নির্বাচিত আবেদনকারীগণই সাক্ষাৎকারের সুযোগ পাবেন। নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর তরুন-তরুনীদের অগ্রধিকার প্রদান করা হবে। ফরম জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ মার্চ ২০২২, বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত ।

আবেদন ফরম প্রাপ্তি ও জমাদানের স্থান: সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধা। রোজ ভিলা, বাড়ি # ৪, রোড # ১/৩, পলাশপাড়া, গাইবান্ধা। মোবাইল: ০১৭৩০-৭২৬৭৩২; ই-মেইল: ccc.gaibandha@ti-bangladesh.org

Back to top button