সংক্ষিপ্ত সময়ে ঢাকা পোস্ট তাদের অবস্থান দৃঢ় করেছে

‘অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকা পোস্ট পাঠকের আস্থা অর্জনে সমর্থ হয়েছে গত এক বছরে। প্রতিযোগিতার যুগে অনলাইন মিডিয়াগুলোর ভিড়ে পথ চলার খুব সংক্ষিপ্ত সময়ে সংবাদ মাধ্যমটি তাদের অবস্থান দৃঢ় করেছে।’
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে ঢাকা পোস্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদেকুর রহমান।
এ সময় তিনি আরও বলেন, গত বছরের আজকের এই দিনে ঢাকা পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমি উপস্থিত ছিলাম। আমি ঢাকা পোস্টের একজন নিয়মিত পাঠক। দৈনন্দিন ঘটনা, শিক্ষা, বিনোদন, কৃষি, বিজ্ঞান ও মানবিক স্টোরিসহ সব ক্ষেত্রেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ প্রত্যন্ত অঞ্চলের কুড়িয়ে পাওয়া টুকরো খবরগুলোও তারা প্রকাশ করে প্রয়োজন ও বাস্তবতার নিরিখে। সময়ের ব্যবধানে ঢাকা পোস্ট তাদের লক্ষ্যস্থানে পৌঁছে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা পোস্টের গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দ। পরে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আবু লাইস ইলিয়াস কিকু, ট্রাফিক ইন্সপেক্টর নূর আলম, গাইবান্ধার পৌর মেয়র মতলুবর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুর রউফ, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন।
পরে বিনামূল্যে খাদ্য, চিকিৎসাসহায়তা ও করোনা রোগীদের অক্সিজেন সরবরাহসহ অসংখ্য ভালো কাজের জন্য পাবলিক ইউনিভার্সিটি এসোসিয়েশন অব গাইবান্ধাকে (পুসাগ) ঢাকা পোস্টের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রেসক্লাব গাইবান্ধার সদস্যরাসহ জেলা-উপজেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।