গাইবান্ধাগাইবান্ধা সদর

শীতবস্ত্র কিনতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ

গাইবান্ধার পুরোনো কাপড়ের দোকানে শীতবস্ত্রের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এসব দোকানে সকাল থেকে রাত পর্যন্ত শীতবস্ত্র কিনতে ভিড় করছেন অসংখ্য স্বল্প আয়ের মানুষ। শহরের স্বাধীনতা প্রাঙ্গণ, শিল্পকলা একাডেমি, ডিসির বাড়ি ও জেলা এসপির বাড়ির সামনের রাস্তার দুই পাশে বসেছে পুরোনো কাপড়ের এসব দোকান। তবে এবার শীতবস্ত্রের দাম অনেক চড়া হওয়ায় পোশাক কিনতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

দোকানিরা জানান, মোকামে দাম বেশি হওয়ায়, শীতবস্ত্র বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তাঁরা।

দাড়িয়াপুর থেকে শীতবস্ত্র কিনতে আসা আমেনা বেগম বলেন, ‘তিন ছেলে মেয়ের জন্য শীতবস্ত্র কিনতে এসেছি। যে টাকা নিয়ে এসেছি সেই টাকা দিয়ে দুজনের টাও কিনতে পারছি না। গত বছরের তুলনায় এ বছর দাম অনেক বেশি।’

সুত্র: আজকের পত্রিকা

Back to top button