গাইবান্ধাগাইবান্ধা সদর
মাতৃভাষা দিবসে গাইবান্ধা জেলা প্রশাসনের আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর মেয়র মো. মতলুবর রহমান প্রমুখ।
পরে দিবসটি উপলক্ষে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন, ভাষারগান এবং মাতৃভাষার উপর রচনা ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।