ক্যান্সার আক্রান্ত মানিকের পাশে দাঁড়ালো বিমল সরকার সাহিত্য পাঠাগার

গাইবান্ধা জেলার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল কদ্দুস এর ছোট ছেলে সদ্য এসএসসি পাশ করা শিক্ষার্থী মানিকের (১৭) শরীরের বাসা বেধেছে মরণব্যাধি ক্যান্সার।
ক্যান্সার যাতে দ্রুত ছড়াতে না পারে তার জন্য কেমোথেরাপি, রেডিও থেরাপির প্রয়োজন। চিকিৎসার জন্য সব মিলিয়ে যার খরচ হবে প্রায় লাখ টাকার ওপরে। কিন্তু মানিকের কৃষক বাবার পক্ষে এত টাকা যোগান দেয়া অসম্ভব হয়ে দাঁড়ালে তিনি এলাকার চেয়ারম্যান জনাব মশিউর রহমান সরকারের সাথে যোগাযোগ করেন।
চেয়ারম্যান সাহেব নিজে সহযোগিতার পাশাপাশি তুলসীঘাটের সাহিত্যপ্রেমি, মানবসেবী এবং রিদম অফ গ্লোবাল ভিলেজের প্রতিষ্ঠাতা বিমল সরকারের দৃষ্টি আকর্ষণ করে মানিকের বিষয়ে জানালে বিমল সরকার সাথে সাথে মেধাবী ছাত্র, আগামীর ভবিষ্যত মানিকের জন্য সহযোগিতার জন্য বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সদস্যদের দ্রুত পদক্ষেপ নেবার জন্য আদেশ দেন।
পরবর্তীতে বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের সদস্যরা নিজেদের সাথে আলোচনা করে মানিকের চিকিৎসার জন্য বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারের পক্ষ থেকে চেয়ারম্যান মশিউর রহমান সরকার মাধ্যমে নগদ ৩০ হাজার টাকার চেক মানিকের পরিবারকে দেয়া হয়।
যা গ্রহণ করেন মা মোছাঃ রেখা বেগম। চেক প্রদানের সময় উপস্তিত ছিলেন বিমল সরকার সাহিত্য সম্ভার ও পাঠাগারে পক্ষে ছিলেন : শিমুল কর, রাদিয়া তামান্না, শামিম সরকার, রিয়াদ হাসান, তাহের হাসান তুহিনসহ, আরোও অনেকেই। মানিক বর্তমানে ঢাকার মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, বিমল সরকারের প্রকাশিত অতীতের সকল বই বিক্রির অর্থ তিনি ক্যানসার রোগীদের চিকিৎসায় ব্যয় করেছেন।