বাংলাদেশ-পোল্যান্ড সম্পর্ক আরও শক্তিশালী হবে : রাষ্ট্রদূত

আগামী দিনে বাংলাদেশ-পোল্যান্ডের অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও শক্তিশালী হবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত পোল্যান্ডের অনাবাসী রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকস্কি।
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পোল্যান্ডের দেওয়া ৩২ লাখ টিকা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ আশাবাদের কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে করোনাভাইরাসের ৩২ লাখ টিকা দিচ্ছে পোল্যান্ড। টিকা হস্তান্তর অনুষ্ঠানে ঢাকায় আসতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। বাংলাদেশের সঙ্গে পোল্যান্ডের খুব ভালো ও চমৎকার সম্পর্ক। তারই একটি নির্দশন টিকা হস্তান্তর।
তিনি বলেন, বাংলাদেশ ও পোল্যান্ডের বন্ধুত্ব ৫০ বছরের বেশি সময় ধরে। সামনের দিনগুলোতেও আমরা একসঙ্গে থাকতে চাই। দুই পক্ষের অর্থনৈতিক সম্পর্ক ও যোগাযোগ আরও শক্তিশালী হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো বাংলাদেশকে ইইউ’র আওতায় পোল্যান্ডের পক্ষ থেকে ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্টাজেনেকার টিকা দেওয়া উপহার দেওয়া হচ্ছে।
টিকা হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব খুরশেদ আলম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।