বল্লমঝাড়ে যত্ন প্রকল্পে ১৩৪২ জন উপকারভোগী পেলেন ১কোটি ৯ লাখ ৫১হাজার টাকা

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের অতিদরিদ্র অন্তঃসত্ত্বা নারী এবং ৫ বছর বয়সী শিশুর মায়েদের সেবা প্রদানের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে আইএসপিপি- যত্ন প্রকল্প, এ প্রকল্পের অধীনে বল্লমঝাড় ইউনিয়নের ১ হাজার ৩শত ৪২ জন। উপকারভোগী পেলেন নগদ ১কোটি ৯ লাখ ৫১হাজার ৩০০শত টাকা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি ) ১১ ঘটিকার সময় রঘুনাথপুর এম,এ উচ্চ বিদ্যালয় মাঠে ওই টাকা বিতরণ করেন জাতীয় সংসদের মাননীয় হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম। প্রকল্পটির সুপাভাইজার, ডাক বিভাগের প্রতিনিধি।
বল্লমঝাড় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, স্থানীয় সরকার বিভাগ অতিদরিদ্রদের জন্য আইএসপিপি- যত্ন প্রকল্পের মাধ্যমে আয় সহায়ক কর্মসূচি গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় অতিদরিদ্র অন্তঃসত্ত্বা নারী, শিশু ও তাদের মায়েদের সুনির্দিষ্ট সেবা গ্রহণের বিপরীতে নগদ অর্থ প্রদান করা হয়।