বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গাইবান্ধা জেলা পুলিশের পুষ্পাঞ্জলী অর্পণ

আজ ঐতিহাসিক ৭ মার্চ।১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান)বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। তিনি তার বক্তৃতায় ঘোষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের মধ্য দিয়েই মূলত: বাঙ্গালী জাতি মহান স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে এবং দীর্ঘ ৯(নয়) মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উদ্ভব হয়।আমরা পাই একটি লাল-সবুজ পতাকা।
দিবসটি উদযাপনে বাংলাদেশ পুলিশ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে সম্মানিত পুলিশ সুপার জনাব মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম মহোদয়ের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।