বঙ্গবন্ধুর জন্মদিনে বর্ণিল সাজে গাইবান্ধা, শহরজুড়ে আলোকসজ্জা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে রঙিন সাজে সেজেছে গাইবান্ধা। বুধবার সন্ধ্যার পর থেকেই জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় দেখা যায় বর্ণিল আলোর ঝলকানি।
ব্যাংক-বীমা সরকারি দফতর থেকে শুরু করে বিভিন্ন হোটেল, শহরের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর কার্যালয় বর্ণিল আলোকসজ্জিত করা হয়েছে। রাস্তার দুই পাশে ও মোড়ে মোড়ে শোভা পাচ্ছে বিদ্যুৎ-বাল্বের বাহারি রঙের আলোর ঝলকানি।
বৃহস্পতিবার ১৭ মার্চ স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন। দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে জেলা শহরসহ গোটা জেলার বিভিন্ন স্থাপনা। এজন্যই উত্তরের জেলা গাইবান্ধা এখন রূপ নিয়েছে আলোর শহরে।
শহরের প্রধান সড়ক ও স্থাপনাগুলোয় শোভা পাচ্ছে বাহারি রঙের আলো। বর্ণিল আলোকসজ্জায় চোখ জুড়িয়ে যাচ্ছে। বাদ যায়নি রাস্তার মোড়, ল্যাম্পপোস্টও। শহরবাসীও বেশ উপভোগ করছেন এমন দৃশ্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর এমন আয়োজন দেখতে পেয়ে অনেকেই জানিয়েছেন তাদের সন্তুষ্টির কথা।
মুজিববর্ষে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি যথাযথ সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানবে এমনটাই প্রত্যাশা আলোকসজ্জা দেখতে আসা দর্শনার্থী ও আয়োজকদের।
গাইবান্ধা জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নতুন সাজে সেজেছে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, অফিস-আদালত। বৃহস্পতিবার সন্ধ্যার পরই লাল-সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো গাইবান্ধা জেলা শহর। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানি মন কেড়েছে সবার। গাইবান্ধা পৌরপার্ক, জেলা প্রশাসকের কার্যালয়, আদালত ভবন, সার্কিট হাউস, এলজিইডি ভবন, জেলা পরিষদ, পৌরসভা, সদর থানা, বঙ্গবন্ধু ম্যুরালসহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বিভিন্ন রঙের ও বর্ণের এসব আলোকসজ্জায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।
সুত্র: গাইবান্ধা ডট নিউজ