গাইবান্ধাফুলছড়ি

ফুলছড়ি বুড়াইল কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বুড়াইল স্কুল এন্ড কলেজের চারতলা ভিত্তি বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন, বুড়াইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আকন্দ সেলিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অশ্বিনী কুমার বর্মন, উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা সোলায়মান হোসেন ফুলমিয়া, ডাঃ এম এ মজিদ প্রধান, ঠিকাদার আকাশ আহমেদ, আশরাফুল আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন ৭১ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাদিয়া এন্ড ব্রাদার্স ফুলছড়ি।

Back to top button