গাইবান্ধাফুলছড়ি

ফুলছড়িতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা’ উদ্বোধন

গাইবান্ধার ফুলছড়িতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা সমাবেশ, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভারআয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধের ইতিহাস ও মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ৫০ বছরের সাফল্য ও অর্জন বিষয়ক আলোচনা সভা ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম সেলিম পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান, আজহারুল ইসলাম বাবলু, আব্দুল বাছেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ.টি.এম রাশেদুজ্জামান রোকন প্রমুখ।

পরে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় উপজেলার বিভিন্ন দপ্তর, সংস্থা, ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে বর্তমান সরকারের উন্নয়ন ও সাফল্য তুলে ধরা হয়েছে। ৭ দিন ব্যাপি এ মেলায় বিভিন্ন দপ্তরের ৩৬ টি স্টল অংশগ্রহণ করে।

Back to top button