গাইবান্ধাফুলছড়ি

ফুলছড়িতে নির্মাণাধীন ১২ বীর নিবাসের কাজ পরিদর্শন করলেন ইউএনও

মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ১২ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন বীর নিবাস। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এসব বীর নিবাসের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপায়ন দাস শুভ।

উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়ার বীর নিবাস নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধুনিক এই বাড়ি উপহার দিচ্ছেন। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সকল বীর মুক্তিযোদ্ধা বীর নিবাস উপহার পাবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম জানান, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে প্রথম পর্যায়ে ফুলছড়ি উপজেলায় ১২ জন বীর মুক্তিযোদ্ধার জন্য এক কোটি ৮১ লাখ ২৩ হাজার ৪১২ টাকা ব্যয়ে ১২টি বীর নিবাস উপহার দিচ্ছেন। বীর নিবাস নির্মাণ কাজ চলমান আছে।

বীর নিবাস নির্মাণ কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুজ্জামান শামীম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুছ আলী, সাংবাদিক মজিবর রহমান, ঠিকাদার আকাশ আহম্মেদ প্রমুখ।

Back to top button