গাইবান্ধাগাইবান্ধা সদর

প্রার্থীদের প্রতি আচারণবিধি মেনে চলার আহ্বান কবিতা খানমের

নির্বাচন কমিশনার কবিতা বেগম খানম ইউপি প্রার্থীদের নির্বাচনী সকল আচারণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেছেন, কোন প্রার্থী সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করলে প্রার্থিতা বাতিলসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার গাইবান্ধা সার্কিট হাউস সম্মেলন কক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ও পলাশবাড়ী উপজেলাধীন ২টি ইউনিয়নে, ইউপি নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণের সাথে মতবিনিময় সভায় প্রথান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেগম কবিতা খানম আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত অফিসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর থাকতে হবে।

অনুষ্ঠিত সভায় গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বগুড়া শাখা ডিজি এফআই কর্মকর্তা কর্নেল মীর নাজমুল ফরহাদ, জেলার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, নির্বাচন কমিশন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি.এম. সাহাতাব উদ্দিনসহ গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

Back to top button