গাইবান্ধাগাইবান্ধা সদর

প্রথম ভোট দেওয়ার অনুভূতি

ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন – ২০২১

সকাল সাড়ে ১০টায় গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাই আব্বু-আম্মু ও আমি। ভোট কেন্দ্রে আসার আগে মানুষ বলছিল- কেন্দ্রে গিয়ে কী লাভ? যেও না। কিন্তু এখানে এসে দেখেছি কোনো ঝামেলা নেই। সবাই সুন্দর করে ভোট দিচ্ছে।

প্রথমে সময় নিয়ে তালিকা খুঁজে ক্রমিক নং খুজে বের করি তারপর কেন্দ্রে গিয়ে দেখি উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। ভেটারদের উপস্থিতি দেখার মতো র্দীঘ লাইন তারপরও এবার প্রথম ইউপি নির্বাচনে ভোট দিতে পেরে খুশি ও আনন্দিত। আশা ও স্বপ্ন নিয়ে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়েছি ।

বিজয়ীদের কাছে প্রত্যাশা করি মাদক সন্ত্রাস, দুর্নীতি ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন পরিষদ গড়ে তুলবে। স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বেকার যুবক যুবতীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে বিশেষ ভুমিকা পালন করতে হবে।

নারী ও শিশু নির্যাতন, পাচার, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। সর্বপরি সকলের সহযোগীতায় ইউনিয়নকে একটি আলোকিত মডেল ও ডিজিটাল তথ্যপ্রযুক্তি র্নিভর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হবে।

Back to top button