গাইবান্ধাগাইবান্ধা সদর

পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সনাক এর মতবিনিময় সভা

সচেতন নাগরিক কমিটি (সনাক), গাইবান্ধা এর উদ্যোগে আজ বিকাল ৪ টায় গাইবান্ধা পৌরসভার মেয়র মহোদয়ের কক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনবান্ধবে রুপান্তর করতে পৌরসভার সাথে সনাক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে সভার লক্ষ্য ও উদ্দেশ্যসহ সনাক এর সুপারিশসমূহ উপস্থাপন করেন স্থানীয় সরকার বিষয়ক উপকমিটির আহ্বায়ক ও সনাক সদস্য সাংবাদিক উজ্জল চক্রবর্তী। উক্ত সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র জনাব শহীদ আহম্মেদ, কাউন্সিলর আবু বকর সিদ্দিক স্বপন, মাহফুজা খান, সাবিনা বেগম, এ.জেড. এম মহিউদ্দিন, পৌরসভার সচিব মোঃ আব্দুল হানিফ সরদার, নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল হক, এসডিও মোঃ রবিউল ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মোঃ আঃ আহাদ বাবু সহ সনাক সহ সভাপতি অশোক কুমার সাহা, সদস্য জিয়াউল হক কামাল, ইয়েস দলনেতা মেহেদী হাসান, সহদলনেতা সানজিদা খন্দকার। সভাটি সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানা।
পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সনাক এর মতবিনিময় সভা
সভায় পৌরসভার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং জনবান্ধবে রুপান্তর করতে আলোচনা হয় যে, পৌরসভায় জন্মনিবন্ধন কার্যক্রম শতভাগ সক্রিয় করা হয়েছে। পৌরসভার ওয়েবসাইটি শতভাগ হালনাগাদ করা হয়েছে, যা এখন পৌরবাসীর উপকারে কাজে লাগছে। পৌরসভার সিটিজেন চার্টার, শহীদ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সংগঠকদের নামে শহরের বিভিন্ন সড়ক সমূহের নামফলক পূনঃস্থাপন করা হবে । যানজট দুরীকরনে এখনই সম্বন্বিত পদক্ষেপ, শহরের পরিষ্কার- পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং ময়লা আর্বজনা পরিস্কার পরিচ্ছন্ন করতে ভ্রাম্যমান ময়লার ভ্যান চালু করার সিন্ধান্ত নেয়া হয়।
Back to top button