পিপিএম পদক পাচ্ছেন গাইবান্ধার পুলিশ সুপার

বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রতি বছর প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) পদকে ভূষিত করা হয়। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ২০২১ সালে পিপিএম পদক পাচ্ছেন।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবায়) ভূষিত করা হয়েছে। পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম (সেবা) পদক পাওয়ায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে
২৪তম ব্যাচের বিসিএস ক্যাডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে তিনি গাইবান্ধার পুলিশ সুপার পদে যোগদান করেন। এ ব্যাপারে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এই অর্জন সামনের দিনগুলোতে মানুষের সেবায় তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। তিনি সহকর্মী, জেলার সাধারণ মানুষ ও সাংবাদিক মহলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে আমাদের স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য এ বছর পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) পদকে ভূষিত হচ্ছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে আনুষ্ঠানিকভাবে (ভার্চুয়ালি) এ পদক প্রদান করবেন।
পুলিশ সুপার জাহিদুল ইসলাম ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গায় দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মানবিক, সামাজিক, গণমুখী ও প্রো-অ্যাকটিভ পুলিশিং সেবা অব্যাহত রেখেছেন।