
গাইবান্ধার পলাশবাড়ী এস.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চল, রংপুর উপ-পরিচালক মো. আখতারুজ্জামান।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে করোনাকালীন নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক শ্রেণি ক্লাশ পরিচালন ব্যবস্থাপনা ছাড়াও সংশ্লিষ্ট আনুষাঙ্গিক অব্যবস্থাপনা সরাসরি সরেজমিন পর্যবেক্ষণ করতে বিদ্যালয়টির ক্যাম্পাসে আসেন। তিনি বিদ্যালয়ের নিজস্ব বিশাল সুপার মার্কেট ছাড়াও ঐতিহ্যবাহী বিদ্যালয়টির চারিদিক ঘুরে-ঘুরে দেখেন।
সেইসাথে স্বাস্থ্যসম্মত স্যানিটেশনসহ সামগ্রিক ব্যবস্থাপনাসহ নানা দিকসমূহ তিনি এসময় আঁচ করেন। এছাড়াও তিনি বিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ সংশ্লিষ্ট এসব বিষয় নিয়ে প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকারের সাথে স্বাভাবিক পড়ালেখা, স্থাবর-অস্থাবর সম্পদ সমূহের সঠিক ও যথার্থ ব্যবহার সম্পর্কে সার্বিক খোঁজখবর করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারিসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।