গাইবান্ধাপলাশবাড়ী

পলাশবাড়ীতে সিসি টিভি ও রাস্তার কার্পেটিং কাজের উদ্ধোধন

পলাশবাড়ী থানা পুলিশের উদ্যোগে স্থানীয় চৌমাথা মোড়ে দুইটি ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল এর কার্যালয়ের সামনে দুইটি ক্যামেরা স্থাপন করা হয়। মানসম্মত ভিডিও ফুটেজ এই ক্যামেরা গুলোতে না হওয়ায় ঘটে যাওয়া যে কোন ঘটনা শনাক্ত করা সম্ভব হয় না।
সম্প্রতি জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে জনসমাগম বৃদ্ধি পাওয়ায় অটোরিকশা মোটরসাইকেল চুড়িসহ ইভটিজিং এর অভিযোগ ওঠেছে। অটোরিকশা মোটরসাইকেল চুড়ি ইভটিজিং রাজনৈতিক সহিংসতাকারীদের চিহ্নিত করতে ও পৌর সভার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবার পৌর সভার উদ্যোগে শহরের প্রায় অর্ধশত স্থানে স্থাপন করা হচ্ছে সিসি টিভি ক্যামেরা।

বুধবার এক কোটি টাকা ব্যায়ে চারটি রাস্তার কার্পেটিং কাজের উদ্ধোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে কথোপকথনের সময় পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব এসব কথা বলেন। তিনি আরো বলেন পলাশবাড়ী পৌর সভার নাগরিক সুবিধা প্রদানে তিনি বদ্ধ পরিকর।

এসময় উপজেলা আওয়ামিলীগ সভাপতি আবু বক্কর প্রধান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সরকার, ক্রীড়া সম্পাদক মতিয়ার রহমান লাভলু উপস্থিত ছিলেন।

Back to top button