গাইবান্ধাগাইবান্ধা সদর

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল-সমাবেশ

চাল, ডাল, চিনি, তেল, পানি ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার দুপুরে দাম কমাও জান বাঁচাও শ্লোগাণে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে এই কর্মসূচি পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা শাখা।প্রথমে দুপুর ১২টার দিকে জেলা শহরের ১ নম্বর রেলগেইটে দলীয় জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে। এসময় লাল পতাকা হাতে ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধসহ চাল, ডাল, চিনি, তেল, পানি ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে বিভিন্ন শ্লোগাণ দেন তারা। বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আবারও দলীয় জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান র‌্যাফেল, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আসোয়াদ আলী, শাহানা বিন্তে আজিজ মিতা, সুপ্রিয়া দেব ও জেলা শাখার সদস্য মশিউর রহমান মইশাল প্রমুখ।বক্তারা বলেন, এই সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছে। দফায় দফায় চাল, ডাল, চিনি, তেল, পানি ও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দাম বেড়েছে। এতে জনগণের নাভিশ্বাস উঠছে। আর তাই অতিদ্রুত সকল ধরনের পণ্যের দাম কমাতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ ও ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের পদত্যাগ দাবি করেন নেতাকর্মীরা।

Back to top button