গাইবান্ধাসুন্দরগঞ্জ

নালার কাজে সড়কে কাদাপানি

শীত মৌসুমেও গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর সড়কে কাদাপানিতে একাকার। দুর্ভোগে পথচারীসহ যানবাহন; বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ভোগে রয়েছেন। তা ছাড়া কবে পানিনিষ্কাশনের নালা মেরামত শেষ হবে, তা কেউ জানেন না।

জানা যায়, সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ বাজারের ভেতর দিয়ে রংপুরের সড়কটির প্রায় ৩০০ মিটার পর্যন্ত পানিনিষ্কাশন নালাটি দীর্ঘদিন ধরে বন্ধ। সে কারণে বাসাবাড়ি থেকে নেমে আসা পানি রাস্তায় জমে। বর্তমানে সড়কটি দিয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ওই এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানসমূহ আছে চরম বিপাকে। ময়লা, আবর্জনা, নোংরা পানির গন্ধে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।

স্থানীয় জনতা ব্যাংকের গ্রাহক রেজাউল ইসলাম জানান, দীর্ঘদিনের সমস্যা হলেও এটি মেরামত করা হয়নি। মীরগঞ্জ বাজারটি পৌরসভার একটি গুরুত্বপূর্ণ এলাকা। কাদা ও পানির কারণে ব্যাংকে প্রবেশ করা যাচ্ছে না।

স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন ও সোহেল মিয়া জানান, কবে এই সমস্যার সমাধান হবে, বলা যাচ্ছে না। হাঁটুপানি জমে থাকায় এবং কাদার কারণে এই এলাকায় এখন কোনো গ্রাহক আসতে চায় না। দ্রুত পানিনিষ্কাশনের নালাটি মেরামত দরকার।

Back to top button