গাইবান্ধাগাইবান্ধা সদর

নতুন গান নিয়ে গাইবান্ধায় জেমস

নতুন গান ‘আই লাভ ইউ’ নিয়ে প্রথমবারের মতো মঞ্চ মাতাতে ফারুক মাহফুজ আনাম জেমস এবং তার ব্যান্ড নগর বাউল এখন গাইবান্ধায়।

আজ রোববার সন্ধ্যায় গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কনসার্টে জেমসের গান গাওয়ার বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদার রহমান বলেন, ‘কনসার্টে সার্বিক নিরাপত্তার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।’

জেমস গাইবান্ধায় পৌঁছেছেন বিকাল সাড়ে ৫টার দিকে। রাত ৯টার দিকে তার মঞ্চে ওঠার কথা রয়েছে।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাক) কনসার্টটির আয়োজন করেছে। কনসার্টের নাম দেওয়া হয়েছে কনসার্ট ফর স্টুডেন্ট ওয়েলফেয়ার-২০২২।

এই উপলক্ষে তারা বিভিন্ন মাধ্যমে টিকিট বিক্রি করছে। গ্যালারি ২০০ টাকা, মাঠে স্ট্যান্ডিং টিকিট ৩০০ টাকা এবং চেয়ারের জন্য ৫০০ টাকা মূল্যে টিকিট বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

পুসাকের সদস্য কনক মাহমুদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এই কনসার্ট থেকে উপার্জিত অর্থ ব্যয় করা হবে জেলার দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণে। যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়ে টাকার অভাবে ভর্তি হতে পারেন না বা টাকার অভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারেন না, তাদের জন্য এই অর্থ ব্যয় করা হবে।’

সুত্র: দ্য ডেইলি স্টার

Back to top button