গাইবান্ধাসাঘাটা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে সাঘাটায় সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধার সাঘাটায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বোনারপাড়া রিক্সাষ্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি সাঘাটা উপজেলা কমিটির আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি সাঘাটা উপজেলা সভাপতি ফজলুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সদস্য যজ্ঞেশ্বর বর্মন, উপজেলা কমিটির সদস্য নিবারণ চন্দ্র দেব নিপু, মোস্তাফিজুর রহমান জুয়েল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, চাল, ডাল, চিনি, গ্যাস, বিদ্যুৎসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির সব রেকর্ড অতিক্রম করেছে এ সরকার। তারা বলেন, সরকার চলছে ব্যবসায়ী সিন্ডিকেট দ্বারা। তারা ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

Back to top button