গাইবান্ধাগাইবান্ধা সদর

দুই বছর পর গাইবান্ধা নানা আয়োজনে রবীন্দ্র জন্মবার্ষিকী পালন

রবিবার ২৫শে বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী। বিশ্বদরবারে বাংলা সাহিত্যকে অন্যতম মর্যাদার আসনে বসিয়েছেন তিনি। তাঁর লেখায় বাংলার রূপ-রস, বাংলার মাটি-মানুষ বড় আপন করে জড়িয়ে আছে। তাঁর গল্প, উপন্যাস, কবিতা, সংগীত, প্রবন্ধ দেড় শ বছর পরও ঘোরগ্রস্ত করে রেখেছে আমাদের।

বাঙালির বড় আপনজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জাতীয় সংকটে, ব্যক্তির বিপন্নতায়, উৎসবে, প্রতিটি আয়োজনে আমরা তাঁর বিপুল রচনায়, সৃষ্টিকর্মে নির্ভরতা খুঁজি। বৈরিতা অতিক্রম করে সুন্দরের দুয়ার খুলে নতুন করে চলতে শিখি। ফলে প্রতিবছরই কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজন-উৎসবে মেতে ওঠে। সরকারিভাবেও জাতীয় পর্যায়ে পালন করা হয় রবীন্দ্র জন্মবার্ষিকী। কিন্তু গত দুই বছর বিশ্বজুড়ে অতিমারি করোনার তা-বে নানা রকম বিধি-নিষেধের ফলে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়নি কোনো উৎসব। এবার মহামারি অনেকটা নিয়ন্ত্রণে থাকায় আবারও দেশজুড়ে উৎসব উদযাপন হচ্ছে।

নতুন বৈশ্বিক পরিস্থিতিতে মানুষের টিকে থাকার লড়াইটা এখন আরো কঠিন হয়ে পড়েছে। বিশ্বজুড়ে নানা ধরনের জাতিদ্বন্দ্ব, হানাহানি, মানুষে মানুষে বৈরিতা বেড়েই চলেছে। এসবকে মাথায় রেখেই এবার রবীন্দ্রজন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার (০৮ মে) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি।

গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সৈয়দ শামস্-উল আলম হীরু, পৌরসভার প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, কবি সরোজ দেব, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি-সাংবাদিক অমিতাভ দাশ হিমুন।

আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শাহ মশিউর রহমান, সোমাসেন, ইন্দ্রাজী মোদক, মাহমুদুল হক তরুন, জাহিদুল ইসলাম জাহিদ। এসময় বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন মাহমুদ সাগর মহব্বত, এসএম স্বাধীন, মানিক বর্মন।

Back to top button