তরুন শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা

তরুণ শিক্ষার্থীদের তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে ধারণা প্রদান, আইনটি প্রয়োগে উৎসাহিত করা ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত হতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি এবং কুইজ প্রতিযোগিতার অংশ হিসেবে সচেতন নাগরিক কমিটি(সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর আয়োজনে এবং ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহযোগিতায় গাইবান্ধা সরকারি কলেজের তরুন শিক্ষার্থীদের নিয়ে গাইবান্ধা সরকারি কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে ওরিয়েন্টেশন এবং কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
উক্ত ওরিয়েন্টেশনের শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন সহযোগি অধ্যাপক মোঃ আব্দুর রশিদ,সহকারী অধ্যাপক এ, বি.এম জিল্লুর রহমান, সনাক সদস্য জিয়াউল হকে কামাল, শরীর চর্চা শিক্ষক এবং রোভার লিডার হাসান ফারুক। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী স্কাউটসদের সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তির আবেদন হাতে কলমে ফরম পূরণে সহায়তা করেন ইয়েস দলনেতা মেহেদী হাসান, সদস্য হাসি আক্তার এবং সোলেমান আলী মিলন।
ওরিয়েন্টেশন কার্যক্রম সমন্বয় করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ মাসুদ রানা । ওরিয়েন্টেশন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হন ১ম রুকাইয়া খানম ইভা, ২য় ফাতেমা তুজ জোহরা ও ৩য় পারভেজ মন্ডল এবং বিশেষ পুরস্কার পান তিতুমীর প্রধান। অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।