সারাদেশ
টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা কমলো

দেশে করোনা’র টিকা নেওয়ার সর্বনিম্ন বয়সসীমা ২৫ বছর করা হয়েছে। ফলে এখন থেকে ২৫ বছরের বেশি বয়সী সকল নাগরিকরা করোনার টিকা নিতে পারবেন।
বৃহস্পতিবার (২৯ জুলাই) করোনা টিকার নিবন্ধনের সুরক্ষা অ্যাপে দেখা যায়, ২৫ বছর ও এর বেশি যেকোনো বয়সী বাংলাদেশি করোনার টিকা নেওয়ার জন্য আবেদন করতে পারছেন।
গত ৭ ফেব্রুয়ারি দেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। ওই সময় টিকার জন্য নিবন্ধনের বয়সসীমা সর্বনিম্ন ৪০ বছর নির্ধারণ করে সরকার। এরপর ধীরে ধীরে টিকা নেওয়ার বয়সসীমা কমিয়ে আনা হয়। সম্প্রতি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে ১৮ বছরের বেশি বয়সী সকল নাগরিককে টিকা দেওয়া হবে।