গাইবান্ধাগাইবান্ধা সদর

জি বয়েজ ৯৬-৯৮ কর্তৃক স্থাপিত অক্সিজেন ব্যাংক উদ্বোধন করলেন জেলা প্রশাসক

আজ (২৯/০৭/২১) জি বয়েজ ৯৬-৯৮ কর্তৃক গাইবান্ধায় অক্সিজেন ব্যাংক স্থাপন করা হয়। অক্সিজেন ব্যাংকটি উদ্বোধন করেন গাইবান্ধা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আবদুল মতিন। স্থাপিত অক্সিজেন ব্যাংক থেকে বিনামূল্যে সিলিন্ডারে অক্সিজেন রিফিল করা হবে। এমন মহতী উদ্যোগের জন্য জি বয়েজ ৯৬-৯৮ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক এবং কোভিড-১৯ এর টিকা গ্রহণ করতে সকল শ্রেণির মানুষকে সচেতন করার ক্ষেত্রে পুসাগ, আমাদের গাইবান্ধা, জি বয়েজ ৯৬-৯৮ সহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
Back to top button