গাইবান্ধাগাইবান্ধা সদর
জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা বারের দিনব্যাপি কর্মসূচী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশন ও প্রসিকিউশনের যৌথ আয়োজনে বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকিৃতিতে পুষ্পামাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
জেলা বার এসোসিয়েশনের হলরুমে বার সভাপতি অ্যাড. আহসানুল করিম লাছুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, বারের সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু প্রমুখ।
আলোচনার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।