গাইবান্ধাগাইবান্ধা সদর

‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ বিষয়ে গাইবান্ধায় নাগরিক সংলাপ

‘‘রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ প্রতিপাদ্য নিয়ে শনিবার (২৭ নভেম্বর) বিকেলে গাইবান্ধা প্রেসক্লাবে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

সুজন-সুশাসনের জন্য নাগরিক গাইবান্ধা জেলা কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি সাংবাদিক গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংলাপে আলোচনায় অংশ নেন, গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আবু মোহাম্মদ সুফিয়ান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, ব্র্যাকের জেলা সমন্বয়কারি মোশাররফ হোসেন, সাংবাদিক দীপক কুমার পাল, উজ্জল চক্রবর্ত্তী, আরিফুল ইসলাম বাবু, মাসুদার রহমান মুকুল, উত্তম সরকার, অশোক সাহা, কায়সার রহমান রোমেল, খিলন রবিদাস, শম্পা দেবী প্রমুখ। সুজন-সুশাসনের জন্য নাগরিক, জেলা সাধারণ সম্পাদকা প্রবীর চক্রবর্তী স্বাগত বক্তব্য দেন এবং সংলাপের বিষয়বস্তুর ধারনাপত্র উপস্থাপন করেন সম্পা দেব।

অনুষ্ঠানে শুদ্ধাচার বিষয়ে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মো. আবদুল মতিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুদ্ধাচারের কতগুলো টুলস রয়েছে যেগুলো প্রতিপালন করে পরিবার-সমাজ, রাষ্ট্র ও সরকারি বিভিন্ন দপ্তরে শুদ্ধাচারের চর্চা অব্যাহত রাখতে হবে।

Back to top button