চলে গেলেন মানিক স্যার

প্রিয়জনদের কাঁদিয়ে পরপাড়ে পাড়ি জমালেন শ্রদ্ধেয় শিক্ষক দুর্গাপদ ভট্টাচার্য্য (মানিক স্যার)। তিনি শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে মৃত্যুবরন করেন।
গাইবান্ধা জেলা শহরের মধ্যপাড়া নিবাসী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রখ্যাত সেতার শিল্পী, ক্রিকেটার ও ক্রিকেট আম্পায়ার, গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুলের সাবেক সহকারি শিক্ষক, হোমিও চিকিৎক দুর্গাপদ ভট্টাচার্য্য’র মৃত্যুতে গাইবান্ধায় নেমে আসে শোকের ছায়া। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় এবং পৃথক পৃথক বিবৃতিতে গণমাধ্যমে শোক প্রকাশ করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, দুর্গাপদ ভট্টাচার্য্য (মানিক স্যার) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। হাসপাতালেও চিকিৎসা নিচ্ছিলেন অনেক দিন যাবৎ। অবশেষে ২৬ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় তিনি সকলকে কাঁদিয়ে সংসারের মায়া ছেড়ে চলে যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ছায়া ভট্টাচার্য্য, এক ছেলে কৌশিক ভট্টাচার্য্য, দুই মেয়ে মৌসুমী ভট্টাচার্য্য এবং জয়শ্রী ভট্টাচার্য্য সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
দুর্গাপদ ভট্টাচার্য্য’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবর রহমান, উদীচী গাইবান্ধার সভাপতি অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সহসভাপতি আমিনুল ইসলাম গোলাপ, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, উপদেষ্টা গোবিন্দলাল দাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন প্রমুখ।
সুত্র: আমারজেলা ডট নিউজ