
গাইবান্ধার সাঘাটায় যমুনার দুর্গম চরে বিদ্যুৎ পৌঁছায় নিজেদের সমৃদ্ধ করার স্বপ্ন দেখছেন এখানকার মানুষ। মুজিববর্ষে চরাঞ্চলে এসব বাসিন্দার ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত দেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার। কাঙ্ক্ষিত বিদ্যুৎ পেয়ে খুশি চরের বাসিন্দারা।
জানা যায়, উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে সাঘাটার সিংহভাগ এবং হলদিয়া ইউনিয়নের সব কটি মৌজাই যমুনার নদীর চরবেষ্টিত। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরাঞ্চলের এসব মানুষ এত দিন বিদ্যুৎসহ আধুনিক সুযোগ-সুবিধাবঞ্চিত ছিলেন।
পল্লী বিদ্যুৎ সমিতির বোনারপাড়া জোনাল অফিস সূত্র জানায়, যমুনা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেব্ল স্থাপনের মাধ্যমে উপজেলার কালুরপাড়া, কুমারপাড়া, হাটবাড়ী, গোবিন্দি, দীঘলকান্দি, পাতিলবাড়ী, গাড়ামারা, কানাইপাড়াসহ বিভিন্ন চরে ৫১৭ কিলোমিটার বিদ্যুতের লাইন নির্মাণ করা হয়। এই লাইনের আওতায় আট হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন।
পল্লী বিদ্যুতের গ্রাহক দীঘলকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল বারী জানান, এর আগে বিদ্যুৎ না থাকায় চরের মানুষের ঘরে টিভি, ফ্রিজ ছিল না। তেমন আলোও জ্বলত না চরবাসীর ঘরে। উপজেলার মূল ভূখণ্ডে গিয়ে কোনো বাজারে অথবা পরিচিত কোনো লোকের বাড়িতে গিয়ে মোবাইলে চার্জ দিতে হতো। চরের শিক্ষার্থীরা রাতে কুপি অথবা হারিকেনের আলোয় লেখাপড়া করত। এখন আর বাইরে যাওয়ার প্রয়োজন হয় না।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছার ফলে চরবাসীর জন্য আধুনিক সুবিধার দ্বার খুলছে।
গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতির বোনার পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোস্তাক আহম্মেদ আজকের পত্রিকাকে বলেন, বর্তমান সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন আর অনগ্রসর জনগোষ্ঠীকে উন্নত সুযোগ-সুবিধা দিতে চরবাসীকেও বিদ্যুতের আওতায় আনা হয়েছে। এখন বিদ্যুৎ কাজে লাগিয়ে কৃষি ও শিক্ষাজীবনে সমৃদ্ধ হয়ে উন্নত ও আধুনিক জীবন গড়ার স্বপ্ন দেখছেন চরাঞ্চলের মানুষ।