গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জে স্পেশাল অলিম্পিকস্ সাব চ্যাপ্টারের উদ্বোধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশ গাইবান্ধা সাব চ্যাপ্টারের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে বৃহস্পতিবার বেলা ১১টায় সাব চ্যাপ্টারের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মতিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, স্পেশাল অলিম্পিকস্ বাংলাদেশের জাতীয় পরিচালক ফারুকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ। উদ্বোধনী অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, গাইবান্ধা সাব চ্যাপ্টারের সদস্য সচিব ফরিদুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ক্রীড়ানুরাগী, স্পেশাল অলিম্পিকস এর ক্রীড়াবিদ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Back to top button