গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জে সাড়ে ৪ লাখ টাকার নেশাজাতীয় ইনজেকশন সহ গ্রেপ্তার ১

গাইবান্ধা ডিবি (গোয়েন্দা) পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামানের নেতৃত্বে মঙ্গলবার (০৯ নভেম্বর) বিকেলে ৯০০ পিস নেশাজাতীয় অবৈধ ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি নেশাজাতীয় ইনজেকশনের মূল্য ৫০০ টাকা হিসেবে সাড়ে ৪ লাখ টাকার ইনজেকশন উদ্ধার করা হয়েছে।

বিকেল পাঁচটায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের কাটামোড় এলাকায় দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব ইনজেকশন উদ্ধার করা হয়। এসময় শ্যামলী এন আর ট্রাভেলস নামের ওই বাসের যাত্রী আনজুয়ারা বেওয়াকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত গোলাম মোস্তফার স্ত্রী। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ওসি মো. তৌহিদুজ্জামান বলেন, আজ সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Back to top button