গাইবান্ধাগোবিন্দগঞ্জ

গোবিন্দগঞ্জে শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যালয়ের শিশু কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল (১৬ মার্চ) ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রাইমারী ও কেজি স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন ও গোলাপবাগ দাখিল মাদ্রাসার হলরুমে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা চলাকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বোরজাহান কবির, সহকারী প্রোগ্রামার রবিউল ইসলাম, ঘুঘা সরকারী প্রাইমারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিপন মিয়া, সাতাউল বাতাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (বালক) সহকারী শিক্ষক সাথী আকতার, কুঠিবাড়ি শিশু নিকেতনের সহকারী শিক্ষক শামীম রেজা প্রমুখ।

Back to top button